আমাদের সম্পর্কে

বাংলাদেশ হেলথ টেকনোলজি মেডিকেল সার্ভিস (বিডিএইচটিএমএস) বাংলাদেশের একটি বিশিষ্ট এবং সেরা চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান। আমরা আপনাকে সেরা প্রশিক্ষণ এবং পরিষেবা সুবিধা প্রদান করি, যা আপনাকে আপনার পেশায় আত্মবিশ্বাসী এবং বিশেষজ্ঞ করে তোলে। আমরা দেশে সেরা এমন কিছু চিকিৎসা প্রযুক্তিবিদের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করে থাকি, যারা ইতিমধ্যেই নিজেদেরকে নির্ভরযোগ্য হিসেবে প্রমাণ করেছেনন।

আমাদের লক্ষ্য

১. শিক্ষিত বেকার যুব সমাজকে কর্মমূখী করে তোলা
২. রোগী বান্ধব পল্লী চিকিৎসক তৈরী করা।
৩. অপচিকিৎসার অবসাব ঘটানো।
৪. স্বাস্থ্য রক্ষা কৌশল রপ্ত করা।
৫. পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করা।

আমাদে উদ্দেশ্য

আধুনিক চিকিৎসা বিজ্ঞানের আলোকে সঠিক রোগে সঠিক চিকিৎসা দানে সক্ষম পল্লী চিকিৎসক তৈরী করা।

আমাদের সুবিধা সমূহ

1. আমাদের কোর্সগুলো স্বল্প মেয়াদী ও দীর্ঘ মেয়াদী বিধায় সকল শ্রেণী ও পেশার মানুষ সুযোগ মত একাধিক প্রশিক্ষণ কেন্দ্রে সুযোগ্য চিকিৎসকগণের সহায়তায় মনোরম পরিবেশে শিক্ষা লাভ করতে পারে।

 2. চাকুরীজীবিদের জন্য রয়েছে রাত্রিকালীন প্রশিক্ষণের সু-ব্যবস্থা।

3. প্রশিক্ষণার্থীদের বৈধতা প্রমাণের জন্য রয়েছে আমাদের নিজস্ব ওয়েব ডেটাবেজ।

View Courses
BDHTMS

প্রতিষ্ঠাতার বক্তব্য

জনবহুল দেশ বাংলাদেশ। জনসংখ্যার তুলনায় এ দেশের চিকিৎসকের সংখ্যা বড়ই অপ্রতুল । এ ধারনা থেকেই মানুষের
স্বাস্থ্যসেবা দোর গোড়ায় সহজলভ্য করার মানসে গড়ে তুলি ।বাংলাদেশ হেলথ টেকনোলজি মেডিকেল সার্ভিস লিঃ নামের চিকিৎসক প্রশিহ্মন কেন্দ্র। এখানে বেশ ক’জন অভিজ্ঞ চিকিৎসক প্রভাবক হিসেবে নিয়োজিত রয়েছেন যাঁদেও তত্ত্বাবধানে তাত্বিক ও ব্যবহারিক ক্লাসে অংশগ্রহন কেও বিভিন্ন মেয়াদী কোর্স সমাপনন্তে বহুসংখ্যক প্রশিহ্মনাথী ইতোমধ্যে্ই সনদ প্রাপ্তি সহ চিকিৎসাসেবায় নিজেদেও সম্পৃক্ত ধন্য হয়েছেন।
শিহ্মিত বেকার যুবক যুবতীদেও প্রতি আমার উদাত্ত আহবান ! আসুন, আাপনাদেও পছন্দসই কোর্সে অংগ্রহন কেও নিজেদেও স্বাস্থসেবায় সম্পৃক্ত কেও বেকারত্বেও অভিশাপমুক্ত আলোকিত কর্মজীবনের সূচনা করুন।
আলহাজ্জ শোয়াইব মৃধার্
ব্যবস্থাপনা পরিচালক,
বাংলাদেশ হেলথ টেকনোলজি মেডিকেল সার্ভিস লিঃ।

প্রিন্সিপাল এর বক্তব্য

এই পৃথিবীতে রয়েছে হাজার রকমের পেশা, আর এই পেশার মধ্যমেই মানুষ তার জীবন ও জীবিকা নির্বাহ করে থাকে। যে পেশা মানুষকে মানুষের কাছে নিয়ে যায়, আর্তের মুখে হাসি ফোটায়, মৃত পথ যাত্রীর বুকে আশা জাগায়, সেটাইত শেষ্ঠ পেশা। লাভ-লোকসানের হিসাব এখানে নগণ্য। এই মূল মন্ত্রে দীক্ষিত হয়ে গড়ে উঠেছে! বাংলাদেশ হেলথ টেকনোলজি মেডিকেল সার্ভিস”। জন্মলগ্ন থেকেকেই এই প্রতিষ্ঠানটি নিরলস পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা শিক্ষিত, অর্ধশিক্ষিত, বেকার, আবাল বৃদ্ধ বনিতাকে উদার আহবান জানিয়ে স্বাস্থ্য শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করে দেশের মানুষের জন্য বিনামূল্যে কিংবা স্বল্প মূল্যে সেবা করার যে মহান দায়িত্ব পালন করে চলছে, তা সত্যি প্রশংসার দাবি রাখে। বিশাল জনসংখ্যার এই দেশকে শহর কেন্দ্রিক সীমিত সংখ্যক এম.বি.বি.এস ডিগ্রীধারী ডাক্তারের সেবা সুনিশ্চিত করা একটি দুরূহ ব্যাপার। তাছাড়াও হাসপাতালের লম্বা সিরিয়াল অতিক্রম করে, অসংখ্য টেষ্টের বেড়াজাল ভেঙ্গে রোগীর কাছে সেবা পৌছানোর আগেই রোগীর মৃত্যু ঘটে। এই করুণ কাহিনী গ্রাম-গঞ্জের মানুষের কাছে বেশ পরিচিত।স্বাস্থ্য সম্পর্কে অজ্ঞতার কারণে অনেক মৃত্যু ও ভোগান্তি হয়ে থাকে। এমনকি ঐষধ সেবনের নিয়ম, রোগীর সাধারণ সেবা ইত্যাদির অভাবেও অনেকে কষ্ট অনুভব করে থাকে। এমন অবস্থায় বাংলাদেশ হেলথ টেকনোলজি মেডিকেল সার্ভিস এর এই মহত উদ্যোগ যেমন আর্তমানবতাবার সেবাই এক সঠিক পদক্ষেপ, তেমনি বেকার জনগোষ্ঠী এই পেশায় প্রবেশের ফলে আত্ন কর্মসংস্থান একটি সুন্দর সুযোগ ঘটে। গণতান্ত্রিক সরকারের প্রতিশ্রুতির এক বিশাল ক্ষেত্রই এই স্বাস্থ্য সেবায় শেকরের মানুষের কাছে পৌছানো।

সেদিক দিয়ে সরকারের এই নীতির সাথে একাত্ব হয়ে সৃষ্টি হচ্ছে বাংলার অলিতে গলিতে ক্ষুদ্র,ক্ষুদ্র ডিসপেনসারি। এই ডিসপেনসারিতে পাওয়া যায় ওর-স্যালাইন থেকে শুরু করে ডায়াবেটিস মাপা, রক্তচাপ মাপা, ওজন মাপা ইত্যাদির ব্যবস্থা এবং সুলভ মূল্যে অনেক জীবন রক্ষাকারী ঐষধ ঘরের কাছেই পাওয়া। মানুষের একান্ত আপনজন হয়ে এই গ্রাম ডাক্তার লাখো, লাখো মানুষের মন জয় করে চলছে। মানুষের প্রয়োজনেই গড়ে উঠছে এমন সেবা। এই প্রচেষ্টাকে শুধু সাধুবাদের মাধ্যমে দায়িত্ব শেষ না করে আমাদের উচিত চিকিৎসা সেবার ক্ষেত্রে পরিপূরক বা ফিডার সংস্থা হিসেবে এই প্রতিষ্ঠানটি যত শক্ত ভিতের উপর দাঁড়াতে পারবে, মানুষের জন্য তইত আর্শিবাদ হিসেবে আবর্তিত হবে এই প্রতিষ্ঠান।

0
ADMIT STUDENT
0
CERTIFIED STUDENT
0
ONGOING COURSES

POPULAR COURSES

2022-09-23T09:11:36+00:00

DP(Diploma In Pathology

ব্লাড প্রেসার নির্ণয় থার্মোমিটারের ব্যবহার ডায়াবেটিস পরীক্ষা নেব্যুলাইজারের ব্যবহার ফার্স্ট এইড বক্স ম্যানেজমেন্ট সেলাই ও ড্রেসিং ইনজেকশন পুশ স্যালাইন [...]

2022-09-23T08:19:47+00:00
MCH

MCH

ব্লাড প্রেসার নির্ণয় থার্মোমিটারের ব্যবহার ডায়াবেটিস পরীক্ষা নেব্যুলাইজারের ব্যবহার ফার্স্ট এইড বক্স ম্যানেজমেন্ট সেলাই ও ড্রেসিং ইনজেকশন পুশ স্যালাইন [...]